চালকের গলা কেটে ভ্যান ছিনতাই

চালকের গলা কেটে ভ্যান ছিনতাই

প্রতীকী ছবি

নাটোরের লালপুর উপজেলায় এক চার্জার ভ্যানচালকের গলা কেটে ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) লালপুর থানার কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার রাত ৮টায় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া রাস্তায় এ ঘটনা ঘটে।

আহত ভ্যানচালক উপজেলার গোবরপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে লালন (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, লালন সোমবার রাতে চার্জার ভ্যান নিয়ে ভাটপাড়া যাওয়ার পথে অজ্ঞাত যাত্রী তার অটোতে ওঠেন। পরে ফাঁকা রাস্তায় পৌঁছালে ওই যাত্রী তার গলায় চাকু দিয়ে আঘাত করে। এ সময় চার্জার ভ্যান ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ওসি মো. উজ্জ্বল হোসেন জানান, সোমবার রাতে খবর পেয়ে তৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই। পরে আহত ভ্যানচালককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ছিনতাইকারীকে আটকে অভিযানে রয়েছে।