দক্ষিণ কোরিয়ায় বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৪১

দক্ষিণ কোরিয়ায় বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৪১

সংগৃহীত

কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ কোরিয়া প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়েছে। এতে এ পর্যন্ত কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। দুর্বল ভিত্তির আশঙ্কার কারণে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে, হাজার হাজার মানুষ ঝড়ের কারণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।

ইউরোপ সফর থেকে ফিরে সোমবার একটি জরুরি বৈঠকে প্রেসিডেন্ট ইউন সুক ইওল কর্মকর্তাদের বিশেষ দুর্যোগ অঞ্চল শনাক্ত এবং আঞ্চলিক ত্রাণ ও পুনর্গঠনের প্রচেষ্টাকে সমর্থন করার সকল প্রকার প্রচেষ্টা চালানোর নির্দেশ দেন।

ইউন শিথিল স্থানীয় সরকারগুলোরও সমালোচনা করেন। উত্তর চুংচেং প্রদেশের চেওংজু শহরের বন্যাপ্লাবিত সুড়ঙ্গের ভেতরে ১২ জনের বেশি মানুষের মৃত্যুর জন্য তাদের নিষ্ক্রিয়তাকে দায়ী করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বন্যার সতর্কতা জারি থাকা সত্ত্বেও ভূগর্ভস্থ টানেলটি যানবাহন চলাচলের জন্য বন্ধ করা হয়নি।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল প্লাবনে বাঁধ ভেঙে যায়। অন্তত ১৪টি লাশ উদ্ধার করা হয়েছে। জরুরি পরিষেবা কর্মীরা সোমবার ভোরে টানেলটি নিষ্কাশন করছিল।

ঝড়ের ক্ষয়ক্ষতির বেশিরভাগই হয়েছে দক্ষিণ কোরিয়ার পার্বত্য মধ্যাঞ্চলে। সপ্তাহান্তে ওই অঞ্চলে এক দশকের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছিল।

সরকারি তথ্যে দেখা গেছে, ভূমিধসের কারণে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে। শত শত রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধসে পড়েছে, হাজার হাজার হেক্টর কৃষিজমি প্লাবিত হয়েছে এবং ৫ লাখের বেশি গবাদিপশু হারিয়ে গেছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা