নতুন কিউরেটর নিয়োগ দিল বিসিবি

নতুন কিউরেটর নিয়োগ দিল বিসিবি

বিসিবির নতুন কিউরেটর টনি হেমিং। (ছবিঃ সংগৃহীত)

কিউরেটর হিসেবে অস্ট্রেলিয়ার টনি হেমিংকে নিয়োগ দিয়েছে বিসিবি। সোমবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘ক্রিকেট মাঠ ও মাটির প্রস্তুতিতে বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ কিউরেটর’ হেমিংয়ের সঙ্গে দুই বছর মেয়াদি চুক্তি হয়েছে।

বাংলাদেশে আসার আগে অস্ট্রেলিয়ার পার্থের ওয়াকার ক্রিকেট মাটিবিশেষজ্ঞ ও পরামর্শক ছিলেন হেমিং। এর আগে আইসিসি ক্রিকেট একাডেমির ও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটরের দায়িত্ব পালন করেছেন তিনি। ওয়াকার পাশাপাশি পার্থের নতুন স্টেডিয়াম অপ্টাস স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজারের ভূমিকায় ছিলেন তিনি।

২০২১ সালে এএফএল (অস্ট্রেলিয়ান রুলস ফুটবলের ফাইনাল) গ্র্যান্ড ফাইনাল হয়েছিল অপ্টাস স্টেডিয়ামে। সে ম্যাচের মাঠ প্রস্তুতকারী হিসেবে কাজ করেছিলেন হেমিং। ‘হেমো’ ডাকনামের হেমিংকে এ ক্ষেত্রে ‘কিংবদন্তি’ ডাকা হয়।
এর বাইরেও ক্রিকেটে বিভিন্ন দেশে কাজ করেছেন তিনি। ওমান ক্রিকেট একাডেমিতে আইসিসির পিচ পরামর্শক ছিলেন।

আইসিসি ক্রিকেট একাডেমির আন্তর্জাতিক উপস্থাপক ও প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। ক্রিকেটের বাইরে ফুটবলেও কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে অ্যারেনা ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন।

বাংলাদেশের বড় ও নিয়মিত দুটি আন্তর্জাতিক ভেন্যু—মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন দুজন বিদেশি কিউরেটর। মিরপুরের প্রধান কিউরেটর শ্রীলঙ্কার সাবেক টেস্ট ক্রিকেটার গামিনি ডি সিলভা। চট্টগ্রামে এ দায়িত্ব পালন করছিলেন প্রবীণ হিঙ্গনিকার। গত এপ্রিলে সড়ক দুর্ঘটনায় আহত হন হিঙ্গনিকার।