দক্ষিণ কোরিয়ায় পরমাণু-সজ্জিত সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের

দক্ষিণ কোরিয়ায় পরমাণু-সজ্জিত সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের

দক্ষিণ কোরিয়ায় পরমাণু-সজ্জিত সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের

দক্ষিণ কোরিয়ায় পরমাণু-সজ্জিত ব্যালাস্টিক মিসাইল সাবমেরিন (এসএসবিএন) মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু যুদ্ধের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা শুরু করার প্রেক্ষাপটে ১৯৮০-এর দশকের পর প্রথমবারের মতো এমন সাবমেরিন মোতায়েন করল যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের ইন্দো-প্যাসিফিক কো-অর্ডিনেটর কার্ট ক্যাম্পবেল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গত এপ্রিলে ওয়াশিংটন ডিসিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট য়ুন সুক-ইয়েল এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যকার বৈঠকে এ ব্যাপারে ঘোষণা দেয়া হয়েছিল।

ক্যাম্পবেল সিউলে সাংবাদিকদের বলেন, 'আমরা যখন কথা বলছি, তখন আমেরিকার একটি পরমাণু সাবমেরিন বুসানে নোঙর করছে।উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পরমাণু হুমকির মুখে গত এপ্রিলে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে যেসব চুক্তি হয়েছে, তার মধ্যে দক্ষিণ কোরিয়ায় মার্কিন এসএসবিএন মোতায়েনের কথাও ছিল।

উল্লেখ্য, স্নায়ুযুদ্ধের সময় ১৯৭০-এর দশকের শেষ দিকে মার্কিন পরমাণু-চালিত ব্যালাস্টিক মিসাইল সাবমেরিন প্রায়ই দক্ষিণ কোরিয়া সফর করত। কোনো কোনো সময় মাসে দুই থেকে তিনবারও সফর হতো।

সূত্র : আল জাজিরা