সাতক্ষীরায় প্রেমিকা হত্যার দায়ে প্রেমিকের যাবজ্জীবন

সাতক্ষীরায় প্রেমিকা হত্যার দায়ে প্রেমিকের যাবজ্জীবন

সংগৃহিত ছবি।

সাতক্ষীরায় অষ্টম শ্রেনীর ছাত্রী সানজিদা হোসেন সেজুতি হত্যার ঘটনায় প্রেমিক আব্দুর রহমানকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (১৯ জুলাই) দুপুর ১২টায় বিচারক এই রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের আলতাফ বিশ্বাসের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, অষ্টম শ্রেণীর ছাত্রী সানজিদা হোসেন সেজুতির (১৩) সাথে আব্দুর রহমানের প্রেমের সম্পর্ক ছিল। ২০২২ সালের ২৮ মার্চ সকাল ৭টায় পার্শ্ববর্তী জমির ড্রেন থেকে গলায় ফাঁস লাগানো তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার ৭ দিন পর আব্দুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেজুতিকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার কথা স্বীকার করেন তিনি।

সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল লতিফ জানান, মামলাটিতে রাষ্ট্রপক্ষের ১২ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর তা যাচাই বাছাই ও পর্যালোচনা শেষে আব্দুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে আদালত। অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।