বরিশালে ৪ নদীর পানি বিপৎসীমার উপরে

বরিশালে ৪ নদীর পানি বিপৎসীমার উপরে

সংগৃহীত

বরিশাল বিভাগের বিভিন্ন নদীর পানি আরও বেড়েছে। বুধবার দুপুরে বরিশাল বিভাগের ভোলার তজুমুদ্দিনে সুরমা ও মেঘনা নদীর পানি আগের দিনের চেয়ে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। 

অপরদিকে, দৌলতখান পয়েন্টে এই দুই নদীর পানি বিপৎসীমার (২.৭৫ মিটার) ৪ সেন্টিমিটার উপর দিয়ে, হিজলার ধর্মগঞ্জ নদীর পানি বিপৎসীমার (২.৫০ মিটার) ৪ সেন্টিমিটার উপর দিয়ে এবং পাথরঘাটা পয়েন্টে বিষখালী নদীর পানি বিপৎসীমা (১.৮৫ মিটার) ছুয়ে প্রবাহিত হয়েছে। 

এছাড়া বলেশ্বর নদীর পানি বুধবার দুপুর দেড়টায় বিপৎসীমার (১.৪৯ মিটার) ১ সেন্টিমিটার নিচ দিয়ে, বুড়িশ্বর নদী পানি বাকেরগঞ্জ পয়েন্টে বিপৎসীমার (১.৮৪ মিটার) ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে, বিষখালী নদীর পানি ঝালকাঠী পয়েন্টে বিপৎসীমার (১.৪০ মিটার) ৯ সেন্টিমিটার নিচ দিয়ে, বেতাগী পয়েন্টে বিষখালী নদীর পানি বিপৎসীমার (১.৬৮ মিটার) ৪ সেন্টিমিটার নিচ দিয়ে, উমেদপুর পয়েন্টে কঁচা নদীর পানি বিপৎসীমার (১.৬৫ মিটার) ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। 

বিভাগের অন্যান্য নদীর পানিও আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে বলে বুধবার সন্ধ্যায় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোগ্রাফি বিভাগের এক পরিসংখ্যানে দেখা গেছে।