রহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বাইরে মাটিচাপা অবস্থায় যুবকের লাশ

রহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বাইরে মাটিচাপা অবস্থায় যুবকের লাশ

প্রতীকী ছবি।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়ার বাইরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বয়স  অনুমানিক ২০ থেকে ২৫ বছর। তার পরণে জিন্সের প্যান্ট ও হাত পেছনে বাঁধা অবস্থায় অবস্থায় ছিল।

উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-৪ এক্সটেনশনের কাটাতারের বাইরে কালমারছড়া গহীন পাহাড়ের পাদদেশ থেকে  শনিবার (২২ জুলাই) রাতে লাশটি উদ্ধার করে পুলিশ।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সন্ধ্যার পর পরই এক কৃষক মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে মাটি চাপা অবস্থায় মানুষের হাত দেখতে পান। তৎক্ষণাত স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি উখিয়া থানা পুলিশকে জানালে থানার এসআই আব্দুল ওয়াহেদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল  থেকে লাশটি উদ্ধার করে।

সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের প্রচেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।