মাইজদীতে আবাসিক বোডিংয়ে অগ্নিকাণ্ড

মাইজদীতে আবাসিক বোডিংয়ে অগ্নিকাণ্ড

প্রতীকী ছবি

নোয়াখালীর জেলা শহর মাইজদীর ইসলামিয়া সড়কের বকসি মিজি পোল সংলগ্ন রহমানিয়া আবাসিক বোডিংএ রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী বোডিং এর মালিক আবদুর রহমান। 

রবিবার বিকেল ৩টায় এ আগুনের ঘটনা ঘটে। এ সময় ঐ এলাকায় বিদ্যুৎও ছিল না। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আবাসিক বোর্ডিংএর ২য় তলা সম্পূর্ণ আসবাবপত্র সহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। 

এ ব্যাপারে জানতে চাইলে বোডিংএর মালিক ক্ষতিগ্রস্থ আবদুর রহমান জানান, বোর্ডিং-এর ম্যানেজার নুরুল আমিন দুপুরে খাবার খেতে গেলে হঠাৎ এ রহস্যজনক আগুনের সূত্রপাত হয়। ঐ সময় বিদ্যুৎও ছিল না। তিনি ধারণা করছেন, কেউ হয়তো রহস্যজনক ভাবে এ ঘটনাটি ঘটিয়েছেন। 

বোডিং ম্যানেজার নুরুল আমিন সত্যতা স্বীকার করে বলেন, আমি দুপুরে খাবার খেতে গেলে হঠাৎ শুনি আগুন লেগেছে। বিষয়টি রহস্যজনক বলে জানান তিনি। কারণ ঐ সময় বিদ্যুৎ ছিল না এবং বোডিংয়েও কেউ ছিল না।