হিরো আলমের পুনর্নির্বাচনের দাবি নাকচ, ঢাকা-১৭ গেজেট প্রকাশ

হিরো আলমের পুনর্নির্বাচনের দাবি নাকচ, ঢাকা-১৭ গেজেট প্রকাশ

ফাইল ছবি

ঢাকা-১৭ আসনের ভোটে কারচুপির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে সেই দাবি নাকচ করে দিয়ে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে ইসি।

মঙ্গলবার (২৫ জুলাই) ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম সাক্ষরিত উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের নামে গেজেট প্রকাশ করা হয়।

উল্লেখ্য, গত ১৭ জুলাই অনুষ্ঠিত এই উপ-নির্বাচনের একেবারে শেষ বেলায় এসে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে হিরো আলম মারধরের শিকার হন। ওইদিন তিনি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুললেও আর ভোট করবেন না বলে এক প্রতিক্রিয়ায় জানান। পরে ২৩ জুলাই হিরো আলম ইসিতে গিয়ে পুনর্নির্বাচনের দাবি জানান। একইসঙ্গে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা না নিলে তিনি হাইকোর্টে যাবেন বলে সাংবাদিকদের জানান।