বাগেরহাটে বিএনপির ৮ নেতাকর্মী গ্রেফতার

বাগেরহাটে বিএনপির ৮ নেতাকর্মী গ্রেফতার

প্রতীকী ছবি

বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির ৮ নেতাকর্মীকে নাশকতার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে রামপালের গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে বিএনপির এসব নেতাকর্মীকে গ্রেফতার করে ফয়লাহাট ফাঁড়ি পুলিশ। 

এদিকে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম নেতাকর্মীকে গ্রেফতারের নিন্দা জানিয়ে মুক্তির দাবি জানিয়েছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- রামপাল উপজেলার উজরকুড় ইউনিয়ন বিএনপিসহ সভাপতি নেতা আবদুল কাদের মোল্লা, গৌরম্ভা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হেমায়েত শেখ ও বাইনতলা ইউনিয়নের সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির সাগর, বিএনপির কর্মী বাবুল শেখ, আল আমিন শেখ, মোজাম্মেল শেখ, মো. নাজিবর শেখ, মো. আ. হালিম।

ফয়লাহাটের পু্িলশ ফাঁড়ির ইনচার্জ এসআই খন্দকার আব্দুল মবিন বাদী হয়ে বৃহস্পতিবার সকালে বিএনপির এসব নেতাকর্মীদের নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। নাশকতার এই মামলায় বিএনপির ৩০ নেতাকর্মীসহ অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করা হয়েছে।