শ্যামনগর উপকূলে ওয়াটার অ্যাম্বুলেন্স উদ্বোধন

শ্যামনগর উপকূলে ওয়াটার অ্যাম্বুলেন্স উদ্বোধন

ছবিঃ সংগৃহীত।

সাতক্ষীরার শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুরের মানুষের জন্য জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে ওয়াটার অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী খেয়াঘাটে এবানডান্স অফ গুড ইংক ইউএসএর অর্থায়নে ও সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যালায়েন্সের বাস্তবায়নে ওয়াটার অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন পদ্মপুকুরের সাবেক ইউপি চেয়ারম্যান এস এম আতাউর রহমান।

জি এম মাসুম বিল্লাহর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম, ইউপি সদস্য জাহানারা খানম, এস এম সাইফুল্লাহ প্রমুখ।

পাতাখালী এলাকার বাসিন্দা মো. সালাউদ্দিন বলেন, শ্যামনগর উপজেলা থেকে সড়কপথে বিচ্ছিন্ন দুই ইউনিয়ন পদ্মপুকুর ও গাবুরা। এখানে কোনো হাসপাতাল নেই। কেউ অসুস্থ হলে নদী পথে নৌকায় করে পারাপার হতে হয়। দুর্গম হওয়ায় ইতঃপূর্বে অনেক গর্ভবতী মাকে নৌকাতে বাচ্চা জন্ম দিতে হয়েছে। অনেক রোগীকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। আমার বিশ্বাস এই ওয়াটার অ্যাম্বুলেন্স উপকূলের মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।