ফ্রান্সের কাছে হেরে গেল ব্রাজিল

ফ্রান্সের কাছে হেরে গেল ব্রাজিল

সংগৃহীত

ফিফা নারী বিশ্বকাপ-২০২৩ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা পানামাকে উড়িয়ে দিয়েছিল ৪-০ গোলে। কিন্তু দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের ২-১ গোলে কাছে তারা হেরেছে ।

শনিবার (২৯ জুলাই) গ্রুপ পর্বের এ ম্যাচে ফরাসিদের হয়ে গোল দুটি করেন ইউজিনি লা সোমের ও ওয়েন্দি রেনার্ড। ব্রাজিলের হয়ে একটি গোল শোধ করেন দেভোরা দি ওলিভেইরা। এদিন ম্যাচ শুরুর ১৭ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন লা সোমের। সতীর্থের ক্রস ডি-বক্সে দখলে নিয়ে কাদিদিয়াতু পাস দেন সোমেরকে। বাকি কাজ সেরে নেন এ ফরোয়ার্ড। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল।

তবে তাদেরকে খুব একটা সুযোগ দেয়নি ফরাসি ডিফেন্ডাররা। অনেক চেষ্টার পর ম্যাচের ৫৮ মিনিটে দলকে সমতায় ফেরান ওলিভেইরা। ডি-বক্সের বাইরে থেকে কেরোলিনের শট ডি-বক্সে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিঁখুতভাবে জালে জড়ান ওলিভেইরা। কিন্তু সেলেসাওদের সমতায় ফেরার আনন্দ শেষ পর্যন্ত স্থায়ী হয়নি।

ম্যাচের ৮৩ মিনিটে ফরাসিদের জয়সূচক গোল এনে দেন রেনার্ড। কর্নার থেকে সেলমা বাশা’র পাঠানো ক্রস ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে দূরের পোস্ট থেকে হেডের সাহায্যে জালে জড়ান রেনার্ড। অনেক চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি ব্রাজিল। এ জয়ে ব্রাজিলকে টপকে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। ২ ম্যাচে তাদের পয়েন্ট ৪। সমান ম্যাচে সেলেসাওরা ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। এ ম্যাচে জয় পেলে রাউন্ড রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত হয়ে যেত সেলেসাওদের। তবে তাদের এখন অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে জ্যামাইকা। ১ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে জ্যামাইকা। তলানিতে থাকা পানামার পয়েন্ট শূন্য।