এসআই নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

এসআই নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ফাইল ছবি

পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ ২০২৩ লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (৩০ জুলাই) অ্যাসিস্টান্ট ইন্সপেক্টর জেনারেল (এআইজি) মোহাম্মদ আমজাদ হোসাইন স্বাক্ষরিত ফলাফলে ৫ হাজার ৯০৮ জনকে উত্তীর্ণ দেখানো হয়েছে।

প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দিয়ে বলা হয়েছে- লিখিত মনস্তত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার দক্ষতা পরীক্ষা (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ারপয়েন্ট, ওয়েব ব্রাউজিং ও ট্রাফলগুটিং) আগামী ৬ আগস্ট থেকে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার ভেন্যু, তারিখ ও বিস্তারিত সময়সূচি পরবর্তীতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে (www.police.gov.bd) প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ওই পরীক্ষায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই লিখিত ৩ মনস্তত্ব পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।

এর আগে গত ১৬ ও ১৭ জুন লিখিত ও মনস্তত্ব পরীক্ষা শেষ হয়েছিল।