পাবনায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ আরো ৬ জন করোনায় আক্রান্ত

পাবনায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ আরো ৬ জন করোনায় আক্রান্ত

পাবনা প্রতিনিধি

পাবনায় নতুন করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ ছয়জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ জন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে পাবনা সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছে।

আক্রান্তদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক ও একজন সিনিয়র স্টাফ নার্স রয়েছেন।

এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন চাটমোহরে ৩ জন, ভাঙ্গুড়ায় ২ জন ও পাবনা সদরে ৩ জন।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডাক্তার আবুল হোসেন জানান, হাসপাতালে রোগীকে চিকিৎসা দিতে গিয়ে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক (২৫) ও সিনিয়র স্টাফ নার্স (৩৫) করোনা আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন ডাঃ মেহেদী ইশবাল জানান, রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ২৩ এপ্রিল নমুনাপাঠানোদের মধ্যেছয়জনের ফলাফল পজিটিভ আসে। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে। আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমান অবস্থা থেকে রক্ষা পেতে সকলকে সামাজিক দূরত্ব মেনে সচেতন থাকতে হবে।

উল্লেখ্য, পাবনায় প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয় গত ১৬ এপ্রিল।