কিল-ঘুষিতে শ্রমিক সরদারের মৃত্যু, আটক ১

কিল-ঘুষিতে শ্রমিক সরদারের মৃত্যু, আটক ১

প্রতীকী ছবি

খুলনা নগরীর গগণবাবু রোডে তুচ্ছ ঘটনায় কিলঘুষিতে শ্রমিক সরদার বাবুল (৫৫) নিহত হয়েছেন। সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় খুলনার শিরোমনি পুলিশ লাইনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত সাইফুলকে আটক করা হয়েছে। নিহত বাবুল গগণবাবু রোডের ৩য় গলিতে বসবাস করতেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, বেলা সাড়ে ৩টার দিকে সাইফুল মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় হর্ন দেওয়ার পরও বাবুল সরেনি এমন অভিযোগ তুলে সাইফুল তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে সাইফুল তাকে কিল-ঘুষি মারলে বাবুল অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে সন্ধ্যায় বাবুলের মৃত্যু হয়। এই ঘটনার পর সাইফুলকে শিরোমনি পুলিশ লাইন থেকে আটক করা হয়।