তারেক ও জুবাইদার কারাদণ্ড : নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ

তারেক ও জুবাইদার কারাদণ্ড : নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ

তারেক ও জুবাইদার কারাদণ্ড : নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর প্রতিবাদে নয়াপল্টনে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে বিএনপি।

বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো: আসাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন। এরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা।

বিক্ষোভটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নেতৃত্বে শুরু হয়। এরপর নাইট এঙ্গেল মোড় হয়ে ফকিরাপুল মোড় ঘুরে ফের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এসে শেষ হয়।জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।