পানিশূন্য বীজতলায় দিশেহারা কৃষক,খরতাপে বন্দি বৃষ্টি।

পানিশূন্য বীজতলায় দিশেহারা কৃষক,খরতাপে বন্দি বৃষ্টি।

সংগৃহিত ছবি।

চলতি বছরের জুলাই মাসে বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিকের চেয়ে প্রায় ৫০ শতাংশ কম। তাপমাত্রায় বিশ্বব্যাপী গড়েছে রেকর্ড। আগস্ট মাসেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এসময় ফসলের মাঠ পানিতে টইটম্বুর থাকার কথা থাকলেও উল্টো ফেটে চৌচির। কোথাও কোথাও সেচে চলছে চাষাবাদ। এ অবস্থায় আমন ও আউশ চাষ নিয়ে দিশেহারা কৃষক।

দেশে মোট ধান উৎপাদনের প্রায় অর্ধেক আসে বোরো মৌসুমে। বাকি আমন জাতের উৎপাদনে অবদান ৩৮ শতাংশ এবং আউশ ৭ থেকে ৮ শতাংশ। তিন মৌসুমে ধান আবাদের মধ্যে বৃষ্টির সময় মার্চ থেকে জুন পর্যন্ত আউশ ধানের মৌসুম ধরা হয়। আর বোনা ও রোপা আমন চাষ করা হয় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত।

চাষিরা বলছেন, এসময় মূলত জমিতে আমন চারা রোপণ করা হয়। অথচ শ্রাবণ মাসের অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেলেও জমিতে পানি নেই। ভরা বর্ষায়ও হয়নি বৃষ্টি। পানির অভাবে ব্যাহত হচ্ছে আমন চাষ।