কিশোর কুমারকে প্রতিদিন স্মরণ করা হয় যে মিষ্টির দোকানে

কিশোর কুমারকে প্রতিদিন স্মরণ করা হয় যে মিষ্টির দোকানে

সংগৃহিত ছবি।

কিশোর কুমারকে বাংলা সংগীতের অমর শিল্পী বলা হয়। এ মহান শিল্পীর জন্মদিন আজ (৪ আগস্ট)। শিল্পী হিসেবে তিনি কতটা সফল, সেই হিসেবে বোধ হয় নতুন করে দিতে হয় না।

 

কিশোর কুমারের বহুমুখী প্রতিভার স্বাক্ষর আজও অমলিন। অভিনয় হোক বা গান, সবক্ষেত্রেই নিজের ছাপ রেখে গেছেন বাঙালি শিল্পী। তার জীবনের প্রত্যেক অধ্যায়ই কম-বেশি সকলের জানা। কিন্তু কিংবদন্তি কিশোরের খাদ্যপ্রীতির কথা অনেকেরই জানা। শিল্পীর জন্মদিনে জানা যাক একটি চমক জাগানিয়া ঘটনা প্রসঙ্গে।

ভারতের মধ্যপ্রদেশের খান্ডওয়ায় জন্মেছিলেন কিশোর। জীবনের অনেকটা সময়ই কাটিয়েছেন সেখানে। সেই শহরেই রয়েছে শিল্পীর বন্ধু প্রয়াত লালাজি শর্মার মিষ্টির দোকান। সেই দোকানে কিশোরের জন্য তার প্রিয় জিলাপি তৈরি করতেন লালাজি। এত বছর পরও জিলাপি তৈরির সেই ধারা বজায় রেখেন লালাজির নাতি বাদল শর্মা।