রাতভর বৃষ্টি, সকালে ভোগান্তিতে রাজধানীবাসী

রাতভর বৃষ্টি, সকালে ভোগান্তিতে রাজধানীবাসী

ফাইল ছবি

রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে মাঝরাত থেকে। টানা সকাল পর্যন্ত ঝরেছে মুষলধারে। এরপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘে ঢাকা। যেকোনো সময় আবার শুরু হবে মুষলধারে বৃষ্টি। আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

এদিকে রাতভর বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ঢাকায়। ফলে ভোগান্তিতে পড়েছে অফিসগামী, কর্মজীবী আর শিক্ষার্থীরা। অনেকেই গাড়ির জন্য বৃষ্টিতে ভিজে ছুটছেন, কেউ বা ছাতা হাতে হেটেই গন্তব্যে পা বাড়াচ্ছেন।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকায় সারাদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে। এছাড়া মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার বা এর বেশি) বর্ষণ হতে পারে।

অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্কবাণীতে জানানো হয়।

সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা দু’দিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।