১১০ বছর বয়সে স্কুলে যাচ্ছেন সৌদি নারী

১১০ বছর বয়সে স্কুলে যাচ্ছেন সৌদি নারী

সংগৃহীত

সৌদি আরবের এক নারী ১১০ বছর বয়সে স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমের উমওয়া গভর্ননেটে আল-রাহওয়া সেন্টারের সহায়তায় নাওদা আল-কাহতানি তার পড়াশোনায় ফিরে যাচ্ছেন।

ব্যক্তিগত জীবনে তিনি চার সন্তানের মা। তার সবচেয়ে বড় সন্তানের বয়স ৮০ বছর। আর সবচেয়ে ছোটটির বয়স ৫০-এর কোঠায়।

তিনি আরব নিউজকে জানিয়েছেন, পড়াশোনা তার জীবনকে পাল্টে দিয়েছে।

আল-রাহওয়া সেন্টার নিরক্ষরদের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছে। তারা তাদের কার্যক্রম শুরু করার পর আরো অর্ধশতাধিক নারীর সাথে নাওদাও স্কুলে যাওয়া শুরু করেছেন।

এই কেন্দ্রে শিক্ষার্থীদেরকে বর্ণমালার সাথে পরিচয় করিয়ে দেয়া হয়, পবিত্র কোরআনের কিছু আয়াত শেখানো হয়।

নাওদা আল-কাহতানি বলেন, তিনি পড়াশোনাকে উপভোগ করছেন, প্রতিদিনই তার হোমওয়ার্ক সম্পন্ন করেন।

নাওদার চার সন্তানও তাদের মায়ের নতুন জীবন নিয়ে খুশি। তিনি স্কুলে যান তার ৬০ বছর বয়স্ক ছেলে মোহাম্মদের সহায়তায়। মোহাম্মদ সকালে তাকে স্কুলে নিয়ে যান, ক্লাস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। তিনি বলেন, তার মা যে প্রতিদিন কিছু শিখছে, এ নিয়ে তিনি গর্বিত।

তিনি বলেন, 'আমরা জানি যে এই বয়সে কাজটি সহজ নয়। তারপরও পরিবারের সকল সদস্য এ জন্য গর্বিত।'

সূত্র : আরব নিউজ