বদলে গেল এশিয়া কাপের সময়

বদলে গেল এশিয়া কাপের সময়

ফাইল ছবি

এশিয়া কাপ চলতি মাসের শেষে পাকিস্তান ও শ্রীলংকায় শুরু হবে। সে লক্ষ্যে ক’দিন আগে টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সূচি অনুযায়ী, ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ।

এসিসির প্রকাশিত সূচি অনুযায়ী সবগুলো ম্যাচ নির্ধারিত দিনেই অনুষ্ঠিত হবে। তবে ম্যাচ শুরুর সময়ে এসেছে কিছুটা পরিবর্তন। আগের সূচিতে একেক ম্যাচ একেক সময়ে শুরু হওয়ার কথা ছিল। তবে সোমবার টুর্নামেন্টের সম্প্রচারকারী টিভি চ্যানেল স্টার স্পোর্টস নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এক টুইটবার্তায় স্টার স্পোর্টস জানিয়েছে, এশিয়া কাপের সব ক’টি ম্যাচই ভারতীয় সময় বিকেল ৩টা থেকে শুরু হবে। অর্থাৎ বাংলাদেশ সময় সাড়ে ৩টা থেকে ম্যাচগুলো উপভোগ করা যাবে।

এবারের আসরের মোট ৪ টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। আর বাকি ৯ টি ম্যাচের আয়োজক হিসেবে থাকবে শ্রীলংকা। টুর্নামেন্টের ফাইনাল সেপ্টেম্বরের ১৭ তারিখ।

আসন্ন এশিয়া কাপে অংশ নিচ্ছে ৬টি দল। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান এবং নেপাল। ভারতের দু’টি ম্যাচই শ্রীলংকার ক্যান্ডিতে হবে। অন্য গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলংকা।