বরিশালে এখনো বিপৎসীমার উপরে ২ নদীর পানি

বরিশালে এখনো বিপৎসীমার উপরে ২ নদীর পানি

সংগৃহীত

বরিশাল বিভাগের বেশীরভাগ নদীর পানি বিপৎসীমার নিচে নেমেছে। তবে সোমবারও দুটি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। কয়েকটি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি প্রাবহিত হয়েছে। 

সোমবার সন্ধ্যায় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোগ্রাফি বিভাগের এক রিপোর্ট বিশ্লেষণে দেখা যায়, ভোলার তজুমুদ্দিন উপজেলায় মেঘনা ও সুরমা নদীর পানি আগের দিনের চেয়ে আরও কমে বিপৎসীমার (২.২২ মিটার) ৩২ সেন্টিমিটার মিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। হিজলা পয়েন্টে ধর্মগঞ্জ নদীর পানি ১৪ সেন্টিমিটার কমেও গতকাল বিপৎসীমা (২.৫০ মিটার) ছুঁয়ে প্রবাহিত হয়েছে। 

এদিকে ভোলার দৌলতখান পয়েন্টে সুরমা ও মেঘনা নদীর পানি আগের দিনের চেয়ে ২০ সেন্টিমিটার কমে গতকাল বিপৎসীমার (২.৭৫ মিটার) ১ সেন্টিমিটার নিচ দিয়ে এবং ঝালকাঠিতে বিষখালী নদীর পানি কমে বিপৎসীমা (১.৪০ মিটার) ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। 

এছাড়া গতকাল ভোলা খেয়াঘাট পয়েন্টে তেতুলিয়া নদীর পানি বিপৎসীমার (১.৯১ মিটার) ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে,  বিষখালী পাথরঘাটা পয়েন্টে বিপৎসীমার (১.৮৫ মিটার) ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে, একই নদীর বেতাগী পয়েন্টে বিপৎসীমার (১.৬৮ মিটার) ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে, পিরোজপুরে বলেশ্বর নদীর পানি প্রবাহিত হয় বিপৎসীমার (১.৪৯ মিটার) ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে, কঁচা নদীর পানি উমেদপুর পয়েন্টে বিপৎসীমার (১.৬৫ মিটার) ২১ সেন্টিমিটার নিচ দিয়ে এবং কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার (২.১৪ মিটার) ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।