গণতন্ত্র মঞ্চের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

গণতন্ত্র মঞ্চের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রতীকী ছবি

গণতন্ত্র মঞ্চের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ২০২২ সালের ৮ আগস্ট যৌথ রাজনৈতিক উদ্যোগ হিসেবে ‘গণতন্ত্র মঞ্চের’ নামে একটি প্লাটফর্মের আত্মপ্রকাশ ঘটে। রাষ্ট্র কাঠামোর গুণগত পরিবর্তনের লক্ষ্য নিয়ে ৭টি দল ও সংগঠন মিলে গঠিত হয় রাজনৈতিক এ জোট।

জোট গঠনের কয়েক মাস পর ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বধীন গণঅধিকার পরিষদের সঙ্গে জোটের অন্য শরিকদের বিভিন্ন ইস্যুতে বিরোধ দেখা দেয়। যার ফলে, গত ৬ মে জোট ভেঙে বেরিয়ে যায় গণঅধিকার পরিষদ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘কর্তৃবাদী দুঃশাসন-গণজাগরণ-গণঅভ্যুত্থানের পথে বাংলাদেশ’ – শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে এই রাজনৈতিক মঞ্চ।

আজ মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত থাকবেন জোটের শীর্ষ নেতা আ. স. ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকিসহ শীর্ষ নেতারা।

বর্তমানে ৬ দলীয় জোট গণতন্ত্র মঞ্চের এক বছর পূর্ণ হচ্ছে আজ। গণঅধিকার পরিষদ ছাড়া বর্তমানে জোটের অন্য ৬ দল হচ্ছে- জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার।