নবজাতকের আলোর মুখ দেখাতে প্রাণ হারালেন মা

নবজাতকের আলোর মুখ দেখাতে প্রাণ হারালেন মা

ছবিঃ সংগৃহীত।

গাজীপুরের কাপাসিয়া সদর ইউনিয়নের বরুন গ্রামে নবজাতকের আলোর মুখ দেখাতে গিয়ে জীবন দিতে হলো রোজিনা বেগম (৩৭) নামে এক গৃহবধূর।

তিনি গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ সালাম শান্তর ছোট ভাই মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা মো. আব্দুল কালামের স্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মৃত সোলাইমানের পুত্রবধূ।

এ বিষয়ে কাপাসিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন প্রধান বলেন- গৃহবধূর বিষয়টি খুবই দু:খজনক!

জানা যায়, সন্তান গর্ভে আসার পর থেকেই রোজিনা বেগম নানান ধরনের রোগে ভুগছিলেন। শনিবার তার প্রসব বেদনা শুরু হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রোববার বিকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি সুস্থ ছেলেসন্তানের জন্ম হয়। 

এদিকে সন্তান জন্মের ১২ ঘণ্টা পর চিকিৎসারত অবস্থায় প্রচুর পরিমাণে রক্তক্ষরণে রোববার দিবাগত রাত ২টার দিকে গৃহবধূর মৃত্যু হয় বলে জানিয়েছেন নিহতের পরিবারের লোকজন।