এক বছর পর নিউজিল্যান্ড দলে ফিরলেন বোল্ট

এক বছর পর নিউজিল্যান্ড দলে ফিরলেন বোল্ট

ট্রেন্ট বোল্ট

ক্রিকেট বিশ্বে আন্তর্জাতিক সূচির ব্যস্ততা এখন বাড়ছে। সেই সঙ্গে ক্রিকেটারদের নিজেকে ফিট রাখার চ্যালেঞ্জ তো আছেই। ভবিষ্যতে আন্তর্জাতিক সূচিতে প্রভাব বিস্তার করতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ। এসব লিগকে বাড়তি গুরুত্ব দিয়েছে খোদ আইসিসি। ক্রমে বেড়ে চলা ফ্রাঞ্চাইজি ক্রিকেটের জন্য উইন্ডো রেখেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এসব লিগের জন্য নিজ দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে গত বছরে কেন্দ্রীয় চুক্তি করেননি ট্রেন্ট বোল্ট।   

তবে বিশ্বকাপের মঞ্চ শুরু হবার দুই মাসেরও কম সময় বাকি, এমন সময় দলের ডাকে সারা দিলেন কিউই পেস তারকা। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। সেখানে নিজেকে জায়গা করে নিয়েছেন গত বছর জাতীয় দল থেকে বাদ পরা বোল্ট। এছাড়া দলে ফিরেছেন কাইল জেমিসন। 

অপরদিকে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে রয়েছে বেশকিছু চমক। ওয়ানডে বিশ্বকাপের আগে ইংল্যান্ড ছাড়াও বাংলাদেশের বিপক্ষেও একটি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। গত বছরের সেপ্টেম্বরের পর আবারও নিউজিল্যান্ডের দলে ডাক পেলেন ট্রেন্ট বোল্ট। কিউইদের হয়ে এই বাঁ-হাতি পেসার ৯৯ ওয়ানডে ম্যাচ খেলে নিয়েছেন ১৮৭ উইকেট। গত দুই ওয়ানডে বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দিয়েছেন কিউই এই পেসার।

অন্যদিকে ওয়ানডে সিরিজের পর ইংল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সেজন্যও স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। যেখানে দুই সিরিজেই দলকে নেতৃত্ব দেবেন টিম সাউদি। আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে প্রথমবার সুযোগ পেয়েছেন আদি আশোক।

নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড 

টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সাউদি, উইল ইয়াং

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড (আরব আমিরাতের বিপক্ষে)

টিম সাউদি (অধিনায়ক), আদি অশোক, চ্যাড বোয়েস, মার্ক চ্যাপম্যান, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, বেন লিস্টার, কাইল জেমিসন, কোল ম্যাককনচি, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সেফার্ট, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড (ইংল্যান্ডের বিপক্ষে)

টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সেফার্ট, ইশ সোধি