এশিয়া কাপের দল ঘোষণা করল পাকিস্তান

এশিয়া কাপের দল ঘোষণা করল পাকিস্তান

এশিয়া কাপের দল ঘোষণা করল পাকিস্তান

আসন্ন এশিয়া কাপ ও আফগানস্তান সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে জায়গা পেয়েছেন ফাহিম আশরাফ, তাইয়িব তাহির ও সউদ শাকিল।

বুধবার বিকেলে পিসিবির প্রধান নির্বাচক ইনজামামুল হক দল ঘোষণা করেন। তিনি এশিয়া কাপের জন্য ১৭ ও আফগানস্তান সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন।আফগানস্তান সিরিজের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে সউদ শাকিল থাকলেও এশিয়া কাপে তাকে রাখা হয়নি।

নির্বাচক টিম অধিনায়ক বাবর আজমের সাথে পরামর্শের পরই দল ঘোষণা করেন বলে নিশ্চিত করেছে জিও নিউজের উর্দু ভার্সন। ঘোষিত এশিয়া কাপের দলের সদস্যরা হলেন-

ওপেনার : আব্দুল্লাহ শফিক, ফখর জামান ও ইমামুল হক।

মিডল অর্ডার : বাবর আজম (অধিনায়ক), সালমান আলি আগা, ইফতেখার আহমেদ ও তাইয়িব তাহির।

উইকেট কিপার : মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ হারিস।

স্পিনার : শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ ও উসামা মির।

পেস অলরাউন্ডার : ফাহিম আশরাফ।

পেসার : হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

ঘোষিত আফগানিস্তান সিরিজের দলের সদস্যরা হলেন-

ওপেনার : আব্দুল্লাহ শফিক, ফখর জামান ও ইমামুল হক।

মিডল অর্ডার : বাবর আজম (অধিনায়ক), সালমান আলি আগা, ইফতেখার আহমেদ, তাইয়িব তাহির ও সউদ শাকিল।

উইকেট কিপার : মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ হারিস।

স্পিনার : শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ ও উসামা মির।

পেস অলরাউন্ডার : ফাহিম আশরাফ।

পেসার : হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

নির্বাচক প্যানেলের মতে- গত এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত নিউজিল্যান্ড সিরিজের দলে দু’টি বদল আনা হয়েছে। শান মাসউদ ও ইহসানুল্লার বদলে তাইয়িব তাহির ও ফাহিম আশরাফকে সুযোগ দেয়া হয়েছে। একইসাথে দলর্ভুক্ত করা হয়েছে সউদ শাকিলকে।

পিসিবির তথ্য অনুসারে দুই বছর পর দলে ফিরলেন ফাহিম আশরাফ। মনে করা হচ্ছে- এই পেস বোলিং অলরাউন্ডারের প্রত্যাবর্তনে দল আরো সমৃদ্ধ হবে। তিনি সর্বশেষ ২০২১ সালের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন।

আর শান মাসউদ নিজের সক্ষমতা দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে ছেঁটে ফেলা হয়েছে দল থেকে। আর ইহসানুল্লাহ জায়গা হারালেন কনুইয়ে ব্যথা থাকার কারণে।

উল্লেখ্য, আগামী ৩০ আগস্ট মুলতানে পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপের পর্দা উঠবে। আর আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের সিরিজ শুরু হবে ২২ আগস্ট, হাম্বানটোটায়। তিন ম্যাচ সিরিজের বাকি দুই ম্যাচের প্রথমটি একই মাঠে ওই মাসের ২৪ তারিখে এবং শেষটি কলম্বোতে ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে।