অ্যান্ড্রয়েড যেভাবে আপডেট হবে

অ্যান্ড্রয়েড যেভাবে আপডেট হবে

সংগৃহীত

স্মার্টফোনের ক্ষমতা ও কার্যকারিতা বহুলাংশে নির্ভর করে তার অপারেটিং সিস্টেমের (ওএস) ওপর। সময়ের সঙ্গে বিভিন্ন সফটওয়্যার আপডেটের পাশাপাশি অ্যান্ড্রয়েডে যোগ হয়েছে বহুমাত্রিক ফিচার। সফটওয়্যার আপডেট না থাকার কারণে পুরোনো দামি স্মার্টফোনে অনেক অপশন থাকে না।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সফটওয়্যার সংস্করণ আপডেট করার পদ্ধতি সাধারণত সব ফোনেই এক হয়। তবে বিভিন্ন ব্র্যান্ডের ইউজার ইন্টারফেস বিভিন্নতায় সামান্য আলাদা হতে পারে।

সফটওয়্যার আপডেট করার ক্ষেত্রে প্রথমে সেটিং অ্যাপ অপশন ওপেন করতে হবে। সেখানে সফটওয়্যার আপডেট বাটনে ক্লিক করলেই আপডেট হওয়া শুরু হবে।

বর্তমানে বেশির ভাগ স্মার্টফোনের নিচের দিকে অপশনটি দেওয়া থাকে। খুঁজতে অসুবিধা হলে সেটিংসের মধ্যে গিয়ে সার্চ অপশনের সাহায্য নেওয়া যেতে পারে।