নতুন কোচে যাত্রা শুরু সোনার বাংলা ও বিজয় এক্সপ্রেস ট্রেনের

নতুন কোচে যাত্রা শুরু সোনার বাংলা ও বিজয় এক্সপ্রেস ট্রেনের

ফাইল ছবি

চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি কোরিয়ান ১৬টি নতুন কোচ নিয়ে যাত্রা শুরু করেছে। একই সঙ্গে দুটি নতুন কোচ নিয়ে যাত্রা শুরু করেছে বিজয় এক্সপ্রেস। বিকালে নতুন কোচের উদ্বোধন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক আবিদুর রহমান। সোনার বাংলা এক্সপ্রেস আগে চলত ১৪টি কোচে, এখন নতুন করে ১৮টি কোচ যুক্ত হয়েছে। বিজয় এক্সপ্রেসে আগে ছিল ১৪টি কোচ, এখন চলছে ১৬টি কোচে।    

জানা যায়, সোনার বাংলায় দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা মিটারগেজ কোচগুলো যুক্ত করা হয়েছে। কোচগুলো স্টেইনলেস স্টিল বডি, স্বয়ংক্রিয় স্লাইডিং ডোর, বায়োটয়লেট, স্বয়ংক্রিয় ঘোষণাসহ নানা আধুনিক সুবিধা আছে। ফলে যাত্রীরা কোচগুলোতে আরাম উপভোগ করবেন।   

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক আবিদুর রহমান বলেন, দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা কোচগুলো যুক্ত করে সোনার বাংলা চলাচল শুরু করে। একই সঙ্গে ইন্দোনিশিয়া থেকে আনা লাল সবুজের আধুনিক কোচ যুক্ত করা হয়েছে চট্টগ্রাম-ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসে। দুটি রুটের যাত্রীরা এখন আরামদায়ক ভ্রমণ করতে পারবেন।