বঙ্গবন্ধুর প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধুর প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির শ্রদ্ধাঞ্জলি

সংগৃহীত

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে।

আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান।

এরপর পবিত্র ফাতেহা পাঠ করে তিনি বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের কালরাতে শাহাদত বরণকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।

এরপর বাংলাদেশ গ্রুপ থিয়েটার ও গোপালগঞ্জ থিয়েটারের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী, জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত, কার্যনির্বাহী কমিটির সদস্য মনোজ কুমার সাহাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিকেলে তিনি গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে 'উন্নয়নের জন্য নাটক' শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করবেন।