দিনাজপুরের ঘোড়াঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবিঃ সংগৃহীত।

দিনাজপুরের ঘোড়াঘাটে খেলার সাথীদের সাথে গোসল করতে গিয়ে মাইলা নদীর পানিতে ডুবে রাসেল (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সে উপজেলার বারপাইকের গড়ের লোকমান আলীর ছেলে এবং বিরাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার জানান, শনিবার (১৯ আগস্ট) দুপুরে বাড়ির পাশে সমবয়সী খেলার সাথীদের সাথে বারপাইকের গড় মাইলা নদীতে গোসল করতে যায়।

এক পর্যায়ে সে নিখোঁজ হয়। সে সময় তার সাথে থাকা অন্য সাথীরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজিঁ করে না পেয়ে রাসেলের পরিবারের সদস্যদের জানান। পরে স্থানীয়দের দ্বারা খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল সাড়ে ৪ টার দিকে নদী থেকে মৃত অবস্থায় রাসেলের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ সোনা মিয়া জানান, রাসেলের খেলার সাথীরা সাঁতার জানলেও রাসেল সাঁতার জানতো না। এ কারণেই নদীর পানিতে ডুবে তার মৃত্যু হয়। পারিবারিক ভাবে কোনো অভিযোগ না থাকায় রাসেলের দাফন কার্যের ব্যবস্থা করা হয়েছে।