১২ দিন পর বিদ্যুৎ পেল থানচিবাসী

১২ দিন পর বিদ্যুৎ পেল থানচিবাসী

ফাইল ছবি

প্রায় ১২ দিন পর বান্দরবানের থানচি উপজেলায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়েছে।

রোববার (২০ আগস্ট) বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বন্যা ও পাহাড়ধসের কারণে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

জানা যায়, প্রায় ১২ থেকে ১৩ দিন আগে ভারী বর্ষণে বান্দরবান-থানচি সড়কের বিভিন্ন জায়গায় পাহাড়ধসে বিদ্যুৎয়ের খুঁটি উপড়ে পড়ে। এ কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম) জানান, থানচিবাসী প্রায় ১২ দিন পর বিদ্যুৎ পেয়েছে।

প্রকৌশলী সৈয়দ আমির হোসেন মাসুম জানান, বান্দরবানে চলতিমাসের শুরুর দিকে অতিবর্ষণে সড়কে পাহাড়ধসে পড়ে ও বিদ্যুৎতের খুঁটি উপড়ে রুমা-থানচিসহ বিভিন্ন এলাকায় সংযোগ বিচ্ছিন্ন ছিল। প্রায় ১২ দিন পর বান্দরবান-থানচি বিদ্যুৎ সংযোগ সচল হয়েছে।