জবিতে ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধন

জবিতে ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধন

সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মেডিকেল সেন্টারের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধন এবং বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের উদ্যোগে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় চিকিৎসা সেবায় এ নতুন সেন্টারটি উদ্বোধন করা হয় । এসময় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডা. মিতা শবনমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আলতাফ হোসেন সরকার এবং সংগঠনের সভাপতি ডা. মো. আনোয়ার হোসেন।

এসময় বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দিনব্যাপী চিকিৎসাসেবা দেওয়া হয়।