পাহাড় থেকে ছিটকে নদীতে বাস: ৮ জনের মৃত্যু

পাহাড় থেকে ছিটকে নদীতে বাস: ৮ জনের মৃত্যু

ছবিঃ সংগৃহীত।

নেপালের পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে পড়েছে নদীতে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছন অন্তত ১৫ জন।

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, গতকাল বুধবার (২৩ আগস্ট) সকালে নেপালের কাঠমান্ডু থেকে পোখারায় যাওয়ার পথে একটি বাস ধাদিং জেলায় পৃথ্বী হাইওয়ের পাশে গাজুরি নামক স্থানের ত্রিশূলী নদীতে উল্টে পড়ে যায়।

 

সটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৮ জন যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।

পাহাড়ি রাস্তায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে পড়ে ত্রিশূলী নদীতে। বর্ষায় ভারী বৃষ্টিপাতের কারণে নদীটিতে পানিরস্তর বৃদ্ধি পেয়েছে, তাই একেবারে ডুবে যায় বাসটি।

তবে পুলিশ এখনও বাসে থাকা মোট যাত্রীর সংখ্যা নিশ্চিত করেনি। এছাড়াও ঘটনার বিবরণ এবং যাত্রীদের পরিচয় এখনও পাওয়া যায়নি।