পুতিনের মুখপাত্র এবার করোনায় আক্রান্ত

পুতিনের মুখপাত্র এবার করোনায় আক্রান্ত

ছবিঃ সংগ্রহীত

রশিয়ার প্রধানমন্ত্রীর পর এবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র ডিমিত্রি পেসকভ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই একথা নিশ্চিত করেছেন।

রাশিয়ার সংবাদমাধ্যমের বরাতে মঙ্গলবার এতথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুতিনের মুখপাত্র পেসকভ বলেন, ‘হ্যাঁ, আমি অসুস্থ। করোনায় আক্রান্ত হয়েছি। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।’

এক মাসেরও বেশি সময় আগে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার শেষ সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন পেসকভ।

১২ দিন আগে শেষবারের মতো জনসম্মুখে দেখা গেছে পেসকভকে। ৫২ বছর বয়সী এই মুখপাত্র রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক হিসেবে কর্মকজীবন কাজ শুরু করেন।

ক্রিমলিন বলছে, দেশের সর্বোচ্চ চিকিৎসাই পেসকভকে দেওয়া হচ্ছে।

এর আগে গত পহেলা মে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের মহামারি করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা যায়। অন্য কয়েকটি দেশের প্রধানও করোনায় অক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনারোর মুখপাত্রও।