বাউফলে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

বাউফলে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফলে লক্ষাধিক টাকার অবৈধ চায়না চাইজাল পুড়িয়ে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার  ১২টায় উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর উপস্থিতিতে উপজেলা পরিষদের সামনে এ জালগুলো পোড়ানো  হয়েছে। 

বাউফল উপজেলা মৎস্য অফিসার মাহাবুব আলম  জানান, বর্ষা মৌসুমে বিল-ঝিল রাস্তার পাশের ডোবা ও নালা খালার বিভিন্ন প্রজাতির মাছ ও মাছের পোনা চাইজালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে নির্মুল করার মহোৎসব চলে। আজ সকাল থেকে উপজেলার কালাইয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জালগুলো আটক করা হয়েছে। ভবিষ্যতে অবৈধ ভাবে মৎস্য শিকার করতে নিরুৎসাহিত  করার জন্য জালগুলো পোড়ানো হয়েছে।

এ সময় বাউফলের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাবেক জেলা পরিষদ সদস হারুন অর রশিদ খান, বাউফলে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।