রোহিঙ্গা ক্যাম্পে অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন স্বামীর হাতে

রোহিঙ্গা ক্যাম্পে অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন স্বামীর হাতে

প্রতীকী ছবি।

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে অন্তঃসত্ত্বা গৃহবধূ খুনের অভিযোগ উঠেছে। 

নিহত নারীর নাম আছিয়া খাতুন (২৩)। তিনি মো. নূর কামালের (২৫) স্ত্রী।

শুক্রবার (২৫ আগস্ট) সকালে আলীখালী রোহিঙ্গা ২৫নং ক্যাম্পের ডি/০৬ ব্লকে এ ঘটনা ঘটে। 

ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা জানান, সকালে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে কামাল তার স্ত্রীকে উপর্যুপরি ছুরির আঘাত করে পালিয়ে যান। খবর পেয়ে পাশে বসবাসরত রোহিঙ্গারা তাকে উদ্ধার করে স্থানীয় এনজিও সংস্থার হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

২৫নং রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নুরুল আমিন জানান, আছিয়ার দুইজন শিশুসন্তান রয়েছে। এদের মধ্যে একজন ছেলে অপরজন মেয়ে। আছিয়া অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন তিনি। 

টেকনাফ মডেল থানার ওসি মো. জোবাইর সৈয়দ জানান, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।