বরিশালে একদিনে ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু

বরিশালে একদিনে ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু

প্রতীকী ছবি

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। অন্যদিকে শুক্রবারের সব শেষ তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল ৭৮৫ জন রোগী। 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের দৈনন্দিন ডেঙ্গু রিপোর্টে জানা যায়, গত ২৪ ঘণ্টায় শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঝালকাঠির মোশারেফ হোসেনের (৬০) মৃত্যু হয়েছে। অপরদিকে ভোলা আড়াইশ’ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় তাসলিমা বেগম (৫০) ও মমতাজ বেগম (৫৮) নামে দুই রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে শের-ই বাংলা মেডিকেলে ২৫ জনসহ বরিশাল বিভাগে ডেঙ্গুতে মোট ৩৬ জন রোগীর মৃত্যু হয়েছে। 

এদিকে সব শেষ পরিসংখ্যন অনুযায়ী গত বৃহস্পতিবার শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৩ জনসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল ৭৮৫ জন ডেঙ্গু রোগী।