যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইডলিয়ার আঘাতে তিনজনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইডলিয়ার আঘাতে তিনজনের মৃত্যু

সংগৃহীত

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঘূর্ণিঝড় ইডলিয়ার আঘাতে অন্তত তিনজনের প্রাণহানি হয়েছে। ফ্লোরিডা উপকূলে আছড়ে পড়া ঝড়টি দুর্বল হয়ে জর্জিয়া ও ক্যালিফোর্নিয়া দিয়ে সরে গেছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষ।

স্থানীয় সময় বুধবার (৩০ আগস্ট) সকালে ঘণ্টায় দুইশো কিলোমিটার বেগে ফ্লোরিডার বিগ বেন্ড উপকূলে আছড়ে পড়ে ক্যাটাগরি-থ্রি মাত্রার ঘূর্ণিঝড়টি। তৈরি হয় ৮ থেকে ৯ ফুট উচু জলোচ্ছ্বাস। দেখা দেয় আকস্মীক বন্যা। ব্যাপক তাণ্ডব চালিয়ে ঝড়টি বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে দক্ষিণ-পূর্ব দিকে সরে যায়। এতে জর্জিয়া ছাড়াও সাউথ ও নর্থ ক্যারোলিনার উপকূলবর্তী নিচু এলাকা বন্যায় ডুবে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। 

ঝড়ের তাণ্ডবে সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুতহীন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। চরম ভোগান্তিতে পড়েন ফ্লোরিডায় অন্তত দুই লাখ ২৫ হাজার ও জর্জিয়ায় আরও দুই লাখ ৩০ হাজার মানুষ। সরবরাহ লাইন মেরামতে শুধু ফ্লোরিডাতেই কাজে নেমেছে ৪০ হাজারের বেশি বিদ্যুৎ কর্মী। তাই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দেয়া হলেও স্থানীয় অনেকের অভিযোগ মাসব্যাপী বিদ্যুতহীন থাকার বাজে অভিজ্ঞতাও আছে তাদের