শায়েস্তাগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

শায়েস্তাগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ড্রামট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত চালক জামাল মিয়া (২২) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের নরপতি গ্রামের রফিক মিয়ার ছেলে। নিহত অপরজন হলেন অটোরিকশার যাত্রী ফরিদ মিয়া (৪০)। তিনি একই উপজেলার রঘুরামপুর গ্রামের কাছম আলীর ছেলে।

জানা যায়, চুনারুঘাট উপজেলার দুর্গাপুর থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশাটি শায়েস্তাগঞ্জের উবাহাটা সরদার বাড়ি এলাকায় পৌঁছলে শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা বালুবোঝাই ড্রামট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমরে-মুচড়ে যায়। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক জামাল মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত সিএনজির যাত্রী ফরিদ মিয়াকে (৪০) স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্মরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সিলেটে নেয়ার পথেই মারা যান ফরিদ মিয়া।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।