বেনাপোল বন্দরে ১৮ টি তাজা বোমা উদ্ধার

বেনাপোল বন্দরে ১৮ টি তাজা বোমা উদ্ধার

ফাইল ছবি

যশোরের বেনাপোল বন্দর এলাকা থেকে ১৮ (আঠার) টি তাজা বোমা উদ্ধার করেছে র‍্যাব-৬ এর সদস্যরা। শনিবার(২ সেপ্টেম্বর) বিকাল ৪ টার সময় বেনাপোল বন্দরের ৮৯১ হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়নের পিছনে একটি ঘরের পাশে মাটির নিচ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর গ্রামে কয়েকজন বিস্ফোরককারী বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ঘটনাস্থলে পৌছালে তাদের উপস্থিতি টের পেয়ে মোঃ বাদল হোসেন (৪০) সহ অজ্ঞাত আরও দুই তিনজন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। এসময় উপস্থিত সাক্ষী ও স্থানীয় লোকজনের সামনে পলাতক মোঃ বাদল হোসেনের ভাড়া বাড়ি তল্লাশী করে ঘরের পাশে বিশেষভাবে মাটির নিচে পুঁতে রাখা ১৮ (আঠার) টি ককটেল বোমা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

যশোর র‌্যাব -৬ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, ওই ঘরটি বাদল নামে একজন লেবার সর্দার ব্যবহার করত। বাদল এর নামে মামলা দিয়ে উদ্ধারকৃত ককটেল বোমাগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে, কেন বিপুল পরিমাণ ককটেল বোমাগুলো মজুদ করা হয়েছে।