পদ্মার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে

পদ্মার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে

সংগৃহীত

রাজবাড়ীতে তিনটি গেজ স্টেশন পয়েন্টের মধ্যে একটি পয়েন্টে পদ্মার পানি ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রোববার (৩ সেপ্টেম্বর) সকালে দৌলতদিয়ার পানি পরিমাপক (গেজ রিডার) সালমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৬ সেন্টিমিটার বেড়ে এখন জেলার গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে শনিবার (২ সেপ্টেম্বর) পানি বিপৎসীমা অতিক্রম করে। অন্যদিকে মহেন্দ্রপুর ও সেনগ্রাম পয়েন্টে পদ্মার পানি এখনও বিপৎসীমার নিচে রয়েছে।

পানি পরিমাপক (গেজ রিডার) সালমা খাতুন জানান, পদ্মা নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীর পানি পরিমাপের জন্য রাজবাড়ী সদরের মহেন্দ্রপুর, পাংশার সেনগ্রাম ও গোয়ালন্দের দৌলতদিয়ায় গেজ পয়েন্ট রয়েছে।