হঠাৎ গুলবাদিনের ঝড়ে তাল হারালো শ্রীলঙ্কা

হঠাৎ গুলবাদিনের ঝড়ে তাল হারালো শ্রীলঙ্কা

সংগৃহিত ছবি।

সুপার ফোরে ওঠার পথে শ্রীলঙ্কা কিছুটা সুবিধাজনক অবস্থানে। তবে কাগজে কলমে আশা বেঁচে রয়েছে আফগানিস্তানেরও। লাহোরে আজ 'বি' গ্রুপের শেষ ম্যাচটি তাই ভীষণ গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে শ্রীলঙ্কা। দুই ওপেনার পাথুম নিশাঙ্কা আর দিমুথ করুনারত্নে শুরুটা ভালোই করেন। ৬২ বলের উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৬৩ রান।

এরপর হঠাৎ ঝড় আফগান পেসার গুলবাদিন নাইবের। ৩৫ বলে ৩২ করা করুনারত্নেকে ফিরিয়ে জুটি ভাঙেন। ৪০ বলে ৪১ রানে ফেরেন নিশাঙ্কাও। এরপর সাদিরা সামারাবিক্রমাকে (৩) সাজঘরে ফিরিয়ে লঙ্কানদের বড় ধাক্কা দেন গুলবাদিন। ২৩ রানের মধ্যে ৩টি উইকেট হারায় লঙ্কানরা।

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১১৩ রান। কুশল মেন্ডিস ২৪ আর চারিথ আসালাঙ্কা ১৩ রানে অপরাজিত আছেন।