ফরিদপুরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭৮

ফরিদপুরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭৮

প্রতীকী ছবি

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তারা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৭৮ জন।  

মৃতরা হলেন- ফরিদপুরের সদরপুর উপজেলার ভাসানচর গ্রামের আলীম খার ছেলে শিমুল খা (৩০)। তিনি গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন, ৫ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। অন্যজন নগরকান্দার দহিসারা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল হালিম (৮০)। তিনি গত ২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে ভর্তি হন এবং মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মারা যান।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক জানান, এ নিয়ে ফরিদপুরে গত ২২ জুলাই থেকে এ পর্যন্ত মোট ১৭ জনের মৃত্যু হল। বর্তমানে এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২৪২ জনকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।