আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারালো ফ্রান্স

আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারালো ফ্রান্স

সংগৃহীত

ইউরো বাছাইয়ে দুরন্ত ফর্মে ফ্রান্স। বৃহস্পতিবার প্যারিসে তারা আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে। পাঁচ ম্যাচের সবগুলো জিতে বাছাইয়ে শতভাগ সাফল্য ধরে রাখলো তারা।

অরেলিয়েন শুয়ামেনি ও মার্কাস থুরামের গোলে জিতেছে ফ্রান্স। একপেশে এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে বি গ্রুপে নিজেদের অবস্থান শক্তিশালী করলো তারা। ৩-০ গোলে গ্রিসকে হারানো নেদারল্যান্ডস দুই ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট কম নিয়ে দুইয়ে।

মঙ্গলবার জার্মানিকে প্রীতি ম্যাচে মোকাবিলা করবে ফ্রান্স। ১৩ অক্টোবর তারা নেদারল্যান্ডসে যাবে।

মাঝমাঠে ফ্রান্স আয়ারল্যান্ডকে বেঁধে রেখে ম্যাচে দাপট দেখায়। পুরস্কার পায় ১৯ মিনিটে। কিলিয়ান এমবাপ্পের বাড়ানো বলে ১৮ মিটার দূর থেকে জাল কাঁপান শুয়ামেনি। বাঁ পায়ের গোড়ালির চোট নিয়ে মাঠ ছাড়েন অলিভিয়ের জিরুদ। তার বদলি নামা থুরাম ছাপ রাখেন গোল করে।

দ্বিতীয়ার্ধে এমবাপ্পের শট প্রতিপক্ষের গায়ে লেগে ফিরে এলে লক্ষ্যভেদ করেন থুরাম। ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ের পথে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে দুই গোল করেন তার বাবা লিলিয়ান। এবার নিজেও জাতীয় দলের হয়ে প্রথম গোলের স্বাদ পেলেন।

ফ্রান্স এই বাছাইয়ে প্রথম গোল খেতে বসেছিল। গোলকিপার মাইক মাইগনান দারুণ সেভে ক্লিনশিট ধরে রাখেন।