মালিতে নৌ-সেনা ঘাঁটিতে হামলা, নিহত ৬৪

মালিতে নৌ-সেনা ঘাঁটিতে হামলা, নিহত ৬৪

ফাইল ছবি।

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে যাত্রীবাহী নৌকা ও সেনাঘাঁটিতে ভয়াবহ হামলায় ৬৪ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৫ জন সেনা সদস্যা ও ৪৯ বেসামরিক নাগরিক রয়েছে।

সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, মালির সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বলেছে যে উগ্রবাদীরা রারহৌস এলাকার আবাকইরা ও জরঘইয়ের মধ্যে চলাচলকারী কোমানাভের একটি নৌকায় হামলা চালিয়েছে।

কোমানাভের পৃথক এক বিবৃতিতে বলা হয়, এ সময় নৌকাটির ইঞ্জিন লক্ষ্য করে অন্তত তিনটি রকেট ছোড়া হয়।

এর আগে গত ২০ আগস্ট দেশটির বান্দিয়াগারা শহরের কাছে ইয়ারু এলাকায় উগ্রবাদীদের হামলায় কমপক্ষে ২১ জন বেসামরিক নাগরিক নিহত হন।

 

গত ২৮ মে মালিতে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফরমড্ পুলিশ ইউনিটের টহল টিমের গাড়িবহরে হামলা হয়। এতে ব্যানএফপিইউ-২, মিনুসমা, মালির তিন সদস্য আহত হয়। এছাড়া পুলিশ সদস্যদের বহনকারী আর্মাড পারসোনেল ক্যারিয়ারটিও (এপিসি) ক্ষতিগ্রস্ত হয়।

সূত্র : আল জাজিরা