বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে নানা পদক্ষেপ

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে নানা পদক্ষেপ

ফাইল ছবি

বগুড়া পৌরসভার উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সচেতনতা বৃদ্ধি ও এডিস মশা নিধনে গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌরসভার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। 

সভায় মেয়র বাদশা বলেন, রাজধানী ঢাকার পাশাপাশি বগুড়া শহরেও এডিস মশার বিচরণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ইতোমধ্যে ডেঙ্গু রোগীর খবর পাওয়া গেছে। এডিস মশার বিস্তার ঠেকাতে কার্যকর উদ্যোগ নেয়া জরুরি। প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের নেতৃত্বে মাইকিং ও মশা নিধনে ওষুধ ছিটানোসহ বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস, শিরিন আক্তার, কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, রোস্তম আলী, ইকবাল হোসেন রাজু, রাজু হোসেন পাইকাড়, এনামুল হক সুমন প্রমুখ।