খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই : আইনমন্ত্রী

খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই : আইনমন্ত্রী

সংগৃহীত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মাদ ইউনূসের বিষয়ে বিবৃতি নিয়ে আলোচনায় আসা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কারাগারে যাওয়ার আশঙ্কা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আমি এখন পর্যন্ত জানি না যে তিনি কোন অপরাধ করেছেন। কেন উনাকে জেলে যেতে হবে, তবে তিনি যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে জেলে যেতে হবে।

স্থায়ী জামিন দিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়ার অনুমতির বিষয়ে মন্ত্রী বলেন, আইনিভাবে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই।

আইনমন্ত্রী সকালে ঢাকা থেকে মহানগর প্রভাতি ট্রেনে করে তার নির্বাচনী এলাকা আখাউড়ায় আসেন। এ সময় তার সাথে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো: শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা প্রমুখ উপস্থিত ছিলেন।