পাকিস্তানকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের তারা ফাইনাল নিশ্চিত করেছে। আগামী ১০ সেপ্টেম্বর শিরোপার জন্য ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। 

ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে শুক্রবার প্রথম সেমিফাইনালে ভারত ৮-০ গোলে হারায় মালদ্বীপকে। পরেরটিতে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান শুরুতে গোল করে এগিয়ে যায়। ম্যাচের ৬ মিনিটে পাকিস্তান এগিয়ে যায়। সতীর্থের পাসে বক্সে ঢুকে আব্দুল ঘানি গোলকিপারের ওপর দিয়ে কোনাকুনি শটে জাল কাঁপান। 

১৩ মিনিটে বাংলাদেশের একজনের ফ্রি কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটে বাংলাদেশ সমতায় ফেরে। ডান প্রান্ত থেকে সতীর্থের ভাসানো বলে মুর্শেদ আলি ডিফেন্ডারদের মাঝে হেডে জড়িয়ে দেন জালে। প্রথমার্ধেই বাংলাদেশ লিড নেয় আবু সাইদের গোলে। ৩০ মিনিটে ডান দিক থেকে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের নিখুঁত ক্রসে দ্বিতীয় পোস্ট দিয়ে প্লেসিংয়ে পাকিস্তানের জালে বল পাঠন আবু সাইদ।

বিরতির পরও আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। গোলের সুযোগও পেয়েছিল বেশ। তবে প্রতিপক্ষের রক্ষণের দৃঢ়তায় তৃতীয় গোল পাওয়া হয়নি। পাকিস্তানও পারেনি ম্যাচে ফিরতে। শেষপর্যন্ত ২-১ ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।