নির্বাচনের ‘টাকা ভাগাভাগি’ নিয়ে যুবলীগ নেতা খুন: বাবা-ছেলে গ্রেপ্তার

নির্বাচনের ‘টাকা ভাগাভাগি’ নিয়ে যুবলীগ নেতা খুন: বাবা-ছেলে গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে নির্বাচনের ‘টাকা ভাগাভাগি’ নিয়ে ছুরিকাঘাতে যুবলীগ নেতা খুনের ঘটনায় অভিযুক্ত আসামি জসিম উদ্দিন ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার স্পিনা রানী প্রামাণিক।

তিনি জানান, পাহাড়তলী থানার চাঞ্চল্যকর মার্ডারের ঘটনায় এজাহারনামীয় ১নং আসামি জসিম উদ্দিন এবং তার ছেলে ৩নং আসামি মোহাম্মদ রাহাতকে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, ১০ সেপ্টেম্বর দুপুরে প্রকাশে বিদালোকে জসিম তারই বন্ধু মান্নাকে ছুরিকাঘাত করে। এসময় মান্নার ছেলে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। সেখান থেকে উদ্ধার করে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মান্নাকে মৃত ঘোষণা করেন।