লিবিয়ায় সুনামির মতো বন্যায় সাগরে ভেসে গেছে ১০ হাজার মানুষ

লিবিয়ায় সুনামির মতো বন্যায় সাগরে ভেসে গেছে ১০ হাজার মানুষ

সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলে ঘূণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বৃষ্টি ও বন্যায় ‘বিপর্যয়কর পরিস্থিতি’। দেখা দিয়েছে বন্যা। সুনামির মতো এই বন্যায় সাগরে ভেসে হাজার হাজার মানুষ। গত সোমবার এই ঝড় সংঘটিত হয়।

লিবিয়ার পূর্বাঞ্চলের স্বঘোষিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আল খারাজ জানিয়েছেন, ভয়াবহ এই বন্যার পানিতে ডুবে বা ভেসে গিয়ে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে ৫ হাজার ২০০ মানুষের। অবশ্য তার এই মন্তব্যের পর আরও ১০০ লোকের প্রাণহানির খবর এসেছে। 

আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রিসেন্ট জানিয়েছে, বন্যায় প্রায় ১০ হাজার মানুষকে সমুদ্রের দিকে ভাসিয়ে নিয়ে গেছে।

এদিকে স্থানীয় কর্তৃপক্ষের বয়ানে জানা গেছে, পুরো দারনা শহরই ভেসে গেছে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরটির অ্যাম্বুলেন্স সোসাইটি জানিয়েছে, শুধুমাত্র এই শহরেই ২ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে।

এই বন্যাকে অনেকে ‌‘সুনামির মতো’ বলেও আখ্যায়িত করেছেন। সমুদ্রের পানিতে যারা ভেসে গেছেন, তাদের মরদেহ পানি থেকে উদ্ধারে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা। সূত্রএপি, বিবিসিসিএনএন  আল জাজিরা